Sunday, November 4, 2018

METHOD OF SPOKEN ENGLISH



METHOD OF SPOKEN ENGLISH


ফর্মুলা -১.  বাংলা ভাষায় যে সব বাক্যে ক্রিয়া থাকে না, সে সব বাক্য ইংরেজি করার সময় am/is/are ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের main verb হিসেবে ব্যবহৃত হয়।

আমি একজন বালক —- I am a boy.
পৃথিবী গোলাকার —- The earth is round.
তারা সাহসী —- They are brave.
Mashrafee is a grear player.
We are human being.
They are honest.

ফর্মুলা -২. বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে।

আমি কি একজন ছাত্র? —- Am I a student?
পৃথিবী কি গোলাকার? —- Is the earth round?
তারা কি সাহসী? —- Are they brave?
Are they clever?
Is she a singer?


ফর্মুলা -৩.  বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়।

আমি মিথ্যাবাদী নই। —- I am not a liar.
ধনীরা সব সময় সুখি নয়। —- The rich are not always happy.

ফর্মুলা -৪.  বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been/has been বসে।

সে দুই দিন যাবত অসুস্থ। —- He has been ill for two days.
তারা রোববার হতে অনুপস্থিত। —- They have been absent since Sunday last.
The sky has been clouded for two days.



Note: Singular Subject-এর পরে ‘has’ এবং Plural Subject-এর পরে ‘have’ বসে।


ফর্মুলা -৫. অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।

সে কি দুই দিন যাবত অসুস্থ? —- Has he been ill for two days?
তারা কি রোববার হতে অনুপস্থিত? —- Have they been absent since Sunday last?

ফর্মুলা- ৬. অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদিনা বোধকহয়, তাহলে ইংরেজি করার সময় Have not been/Has not been বসে।

তারা তিন মাস যাবত অসুস্থ নয়। —- They have not been ill for three months.
They have not been present since Sunday last.

ফর্মুলা -৭. বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।

ঢাকা (একটি) পুরাতন শহর। —- Dhaka is an old city.
 সে (একজন) ভালো ছেলে। — He is a good boy.
The Pamda is a big river.
The Quran is a Holy Book.

ফর্মুলা -৮. ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)-এর পূর্বে A/An বসে না। কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য A/An বসে।

সে সুন্দরী। —- She is beautiful.
সে সুন্দরী বালিকা। —- She is a beautiful girl.
এটা খুব শক্ত। —- It is very hard.
একা খুব শক্ত কাজ। —- It is a very hard work.
Rana is clever.
Rana is a clever boy.
Mr. Rahim is honest.
Mr. Rahim is an man.


ফর্মুলা -৯. ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায়।

অন্ধরা দেখতে পায় না। —- The blind can not see.
জ্ঞানীরা বেশি কথা বলে না। —- The wise do not talk more.
The rich are not always happy.
The brave are respected by all.
The poor suffer much in winter and rainy season.
The pious are happy.
Feed the hungry, clothe the naked


ফর্মুলা -১০. জাতি বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে।

The cat.
The rose.
The cow.
The Bangladesh
Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (A/An/The) বসে না।

ফর্মুলা -১১. ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে।

I have read a book.
The book is interesting.

ফর্মুলা -১২.  শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে।

The rich are not always happy.
The cow gives us milk.
The birds fly in the sky.
The trees are tall.
The English are intelligent.
 The Muslims are brave.

ফর্মুলা -১৩. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে।

The Padma, The Bay of Bengal. The Indian Ocean.
The Padma is a mighty river.
The Persian Gulf.
The fish of the Bay of Bengal is famous.
The Black Sea is not busy.
The Pacific Ocean is very deep.
The Caspian is the largest lake in the world.
The Himalayas are on the north of India.
The Andamans are a group of island ইত্যাদি।

ফর্মুলা- ১৪. ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে।

The Quran is a holy scripture.
The Ittefaqis a famous Newspaper in Bangladesh.  
 The Ramayana,
The Mahabharat,
The Bible,
The Shahanama is a famous book.
I read The Daily Prothom Alo.
The Titanic crossed the Arabian sea.
The Urmi (Aruna) is late by two hours. ইত্যাদি। 

ফর্মুলা -১৫ সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে।

The earth is round.
The moon shines at night.
The sun shines by day.
The sky is cloudy.
The sun rises in the east & sets in the west ইত্যাদি।

ফর্মুলা -১৬. Adjective-এর Comparative এবং Superlative Degree-এর পূর্বে The বসে।

He is the best boy in the class.
She is the most beautiful girl.
He is the singer of the day.
He is the man of the match.
The earlier the better.

ফর্মুলা -১৭. বর্ণনামূলক অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে।

The Sundarbans,
The USA.
The Tajmahal,
The High Court.
Mr. Raju took part in the Liberation war.
Shahjahan built the Taj Mahal.
They went to the Punjab.

ফর্মুলা -১৮. তারিখ ক্রমিক সংখ্যার পূর্বে The বসে। Reza is the first boy in the class, He will come on the 15th February. ফর্মুলা ১৯ কতোগুলো রোগের নামের পূর্বে The বসে। The cancer. ফর্মুলা ২০ যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে।

He joined the Bar.

ফর্মুলা- ২১. কোন কিছুর বিশেষ কোন অংশকে বুঝাতে Adjective-এর পূর্বে The বসে।

He likes the part of an egg.

ফর্মুলা -২২. Noun-এর পূর্বে All/Both/Half প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং Noun-এর পূর্বে The বসে।

He spent all the money. He ate half the bread.

ফর্মুলা -২৩. কারো কিছু আছে বুঝালেআছেক্রিয়ার ইংরেজি Have/Has বসে। এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে।

আমার একটি কলম আছে। - I have a pen.
গরুর দুইটি শিং আছে। —- The cow has two horns.

ফর্মুলা -২৪. কারো কিছু আছে কি বুঝালেআছে কিকথার ইংরেজি দুইভাবে করা যায়।

তার ছাতা আছে কি? —- Has he an umbrella?/Does he have an umbrella?
তোমার কি একটি বই আছে? —-Have you a book?/Do you have a book?

ফর্মুলা -২৮. কারো কিছু নাই বুঝালেনাইকথার ইংরেজি দুইভাবে করা যায়।

আমার বই নাই। —- I have no book./I don’t have any book.
তার কোন অহংকার নেই। —- She has no pride./She does not have any pride. Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।

ফর্মুলা -২৬. নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালেআছেক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।

সে বাড়িতে আছে। - He is in the house.
তারা বিপদে আছে। - They are in danger.

ফর্মুলা -২৭. নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালেআছে কিকথার ইংরেজি করতে বাক্যের Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়।

সে বাড়িতে আছে কি? —- Is he in the house?
তারা বিপদে আছে কি? —- Are they in danger?

ফর্মুলা -২৮. কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালেআছেকথার ইংরেজি There is/There are হয়।

মাঠে দুটি গরু আছে। - There are two cows in the field.
পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। -- There is a museum in Panchagarh.

ফর্মুলা -২৯. অনির্দিষ্ট কেহ বা কিছুআছে কিবুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।

এই গ্রামে কোন আইনজীবি আছে কি? -- Is there any lawyer in this village? তোমার পকেটে তিনটি কমল আছে কি? —- Are there three pens in your pocket? Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালেনাইকথার ইংরেজি There is no বসে।
যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। —- There is no doctor in our village.

ফর্মুলা -৩০. অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালেআছেক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।

আমি গত রোববার হতে এখানে আছি। -- I have been here since Sunday last.
স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। -- Sneha has been in the school for two hours.

ফর্মুলা ৩১. অতীত সময় হতে কেউ কোথাও আছে কিনা প্রশ্ন করলেকি আছেক্রিয়ার ইংরেজি করতে হলে have/has বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।

তুমি কি এক মাস যাবত ঢাকায় আছো? —- Have you been in Dhaka for one month?

সে কি দশটা হতে তোমার বাড়িতে আছে? —- Has he been in your house since 10 a.m.?

ফর্মুলা -৩২. অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালেনাইকথার ইংরেজি Have not bee/Has not been বসে।

সে তিন দিন যাবত ঘরে নাই। —- He has not been in the house for three days. ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই।- The students have not been in the college since 5 p.m.

ফর্মুলা -৩৩.ইয়েবাযুক্ত ক্রিয়ার পরআছেকথা থাকলে ইংরেজি করার সময় Subject-এর পরে am/is/are বসে এবং verb-এর পরে ing যুক্ত হয়।

গাছের ডালে পাখি বসে আছে। —- A bird is sitting on the branch of the tree. রাস্তায় বালকটি দাঁড়িয়ে আছে। —- The boy is standing on the road.

ফর্মুলা -৩৪. প্রশ্নবোধক বাক্যেইয়ে’, ‘ইয়াবাযুক্ত ক্রিয়ার পরআছেকথা থাকলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ am/is/are আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।

সে কি ঘরে লুকিয়ে আছে? —- Is he hiding in the room?
তারা কি চেয়ারে বসে আছে? —- Are they sitting on the chair?

ফর্মুলা -৩৫.ইয়েবাযুক্ত ক্রিয়ার পরেনাইকথা থাকলে তার ইংরেজি করার জন্য subject-এর পরে am not/is not/ are not বসে এবং verb-এর সাথে ing যুক্ত হয়।

ইঁদুরটি গর্তে লুকিয়ে নাই। —- The rat is not hiding in the hole.
ছেলেটি উঠানে দাঁড়িয়ে নাই। —- The boy is not standing in the yard.

ফর্মুলা -৩৬. ‘Is’ এর অতীতরূপ হল ‘Was’ এবং ‘Are’ এর অতীতরূপ হল ‘Were’ আর Have Has এর অতীতরূপ হল Had. কারো কিছু ছিলো বুঝালেছিলোক্রিয়ার ইংরেজি Had বসে।

আমার একটি বই ছিলো। —- I had a book.
ইংরেজিতে তার ভাল জ্ঞান ছিলো। —- He had good knowledge in English.

ফর্মুলা -৩৭ কারো কিছু ছিলো কি বুঝালেছিলো কিকথার ইংরেজি করতে বাক্যের মাঝখানের Had আগে আনতে হবে।

ঢাকায় তার কোন বাড়ি ছিলো কি? —- Had he a/any house in Dhaka?
মহিলাটির কোন অহংকার ছিলো কি? —- Had the any pride?

ফর্মুলা -৩৮. কারো কিছু ছিলো না বুঝালেছিলো নাকথার ইংরেজি করতে Had not/Had no বসে।

তাদের একটিও সন্তান ছিলো না। - They had not a single child./ They had no child.
তার কোন বন্ধু ছিলো না। —- He had not a single friend./He had no friend.

 ফর্মুলা- ৩৯.  কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল বুঝালেছিলকথার ইংরেজি was/were বসে।

আমি সেখানে উপস্থিত ছিলাম। —- I was present there.
কাজটি তোমর জন্য কঠিন ছিল। —- The work was tough for you.

ফর্মুলা -৪০. কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুছিল কিবুঝালে তার ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ was/were প্রথমে বসে।

তুমি কি অসুস্থ ছিলে? —- Were you ill?
করিম কি স্কুলে ছিল? —- Was Karim in the school?


ফর্মুলা -৪১. কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুছিল নাবুঝালে তার ইংরেজি was not/were not বসে।

গরুগুলো মাঠে ছিল না। —- The cows were not in the field.
সে নিয়মানুবর্তী ছিল না। —- He was not punctual.

ফর্মুলা -৪২. কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুছিলবুঝালে তার ইংরেজি There was/There were বসে।

এই গ্রামে দুজন অন্ধ ছিল। —- There were two blind men in this village.
বনে একটি বাঘ ছিল। —- There was a tiger in the forest.

ফর্মুলা- ৪৩. কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুছিল কিবুঝালে তার ইংরেজি করার জন্য বাক্যের মধ্যস্থ was/were আগে বসে।

এখানে কি একটি দোকান ছিলো? —- Was there a shop here?
এই পুকুরে মাছ ছিলো কি? —- Was there any fish in this pond?

ফর্মুলা -৪৪. কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুছিল নাবুঝালে তার ইংরেজি There was not/There were not বসে।

এই শহরে ভিক্ষুক ছিল না। —- There was no beggar in this town.
স্কুলে একজন শিক্ষকও ছিল না। —- There was not a single teacher in the school.

ফর্মুলা -৪৫.ইয়ে’, ‘ইয়াবাযুক্ত ক্রিয়ার পরছিলবাছিলামকথা থাকলে তার ইংরেজি করার জন্য was/were-সহ verb-এর সঙ্গে ing যোগ হয়।

আমি সেখানে গিয়েছিলাম। —– I was going there.
মহিলাটি তার ব্যাগ খোঁজ করতেছিল। —- The woman was looking for her bag.

ফর্মুলা ৪৬ইয়ে’, ‘ইয়াবাযুক্ত ক্রিয়ার পরছিল কিথাকলে তার ইংরেজি করার জন্য বাক্য মধ্যস্থ was/were আগে বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।

তার কি জঙ্গলে (লুকিয়ে) ছিল? —- Were they hiding in the jungle?
সে কি রাস্তায় দাঁড়িয়ে ছিল? —- Was he standing in the road?

ফর্মুলা -৪৭.ইয়ে’ (ইয়া) বাযুক্ত ক্রিয়ার পরছিল নাথাকলে তার ইংরেজি was not/were not বসে।

তারা ঘরে শুয়ে ছিল না। —- They were not lying in the house.
আমি মাঠে খেলা করছিলাম না। —- I was not playing in the field.

 ফর্মুলা -৪৮. অতীতে কেহ কোথাও কিছু সময় ছিল বুঝালে তার ইংরেজি had been বসে।

সে আমেরিকায় দুই মাস ছিল। —- He had been in America for two months.
আমি মাত্র তিন ঘণ্টা অফিসে ছিলাম। —- I had been in the office for three hours only.

ফর্মুলা -৪৯. বাংলা বাক্যের ক্রিয়ার পরকথা ছিলতার ইংরেজি করতে হলে supposed to অর্থাৎ (supposed to + verb) বসে।
আমার চট্টগ্রাম যাবার কথা ছিল। —- I was supposed to go to Chittagong.
তাদের আজ খেলার কথা ছিল। —- They were supposed to play today.
 Note: To-এর পর verb-এর present form হয়।

ফর্মুলা -৫০. বাংলা বাক্যে কাজের সম্ভাবনা বুঝাতে ইংরেজি could অর্থাৎ (could + verb simple) বসে।

তুমি দিনে আসতে পারতে। —- You could come at day.
তুমি বইটি কিনতে পারতে। —- You could buy the book.

ফর্মুলা -৫১. Sentence-এর প্রথমে IF, Had, Oh that ইত্যাদি ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়।

If I were a bird!
Had I two wings!
Oh that, I could die!

ফর্মুলা -৫২. কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তার ইংরেজি করার জন্য Have been/Has been বসে এবং verb ing যোগ হয়।

আমি তিন বছর যাবত এই স্কুলে পড়ছি। —- I have been reading in this school for three years.
সকাল হইতে প্রবল বৃষ্টি হচ্ছে। —- It has been raining heavily since morning.

ফর্মুলা -৫৩. যে ঘটনাটি অতীতকালে কিছু সময় ধরে ঘটেছিল প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গেইতেছিলবাইতেছিলামবাইতেছিলেনযুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য was/were হয় এবং verb-এর শেষে ing যোগ হয়।

আমরা পাখি শিকার করছিলাম (করিতেছিলাম) —- We were hunting bird.
সুমা স্কুলে যাচ্ছিল। —- Suma was going to school.

ফর্মুলা -৫৪. বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে -ছে (ইয়াছি, ইয়াছি) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle রূপ বসবে।

আমি একটি বই কিনেছি। —- I have bought a book.
তোমার বাবা এটা করেছে। —- Your father has done this.

ফর্মুলা -৫৫. অতীতকাল বুঝালে -ছিল (ইয়েছিল, ইয়াছিলাম) যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে।

আমি তাকে রাতে দেখেছিলাম। —- I saw him at night.
সে গত বছর বইটি কিনেছিল। —- He bought the book last year.

ফর্মুলা -৫৬. বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে -ছে (ইয়াছে), -ছি (ইয়াছি) যুক্ত ইংরেজি ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle বসে।

সে কি কাজটি শেষ করেছে? —- Has he completed the work?
তুমি কি অংকটি করেছ? —- Have you done the sum?

ফর্মুলা -৫৭. অতীতকালে প্রশ্নবোধক বাক্যে ইয়াছিল, ইয়াছিলাম যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময় did বসে।

তুমি কি গতকাল এসেছিলে? —- Did you come yesterday?
 সে কি গতমাসে কাজটি শেষ করেছিল? —- Did he complete the work last month?

ফর্মুলা -৫৮. বর্তমানকাল বুঝালে ক্রিয়ার সঙ্গেনি’ (নাই) কথার ইংরেজি করার জন্য have not/has not এবং verb-এর past participle হয়।

আমি তোমাকে আজ দেখিনি। —- I have not seen you today.
সে আমাকে কলমটা দেয় নি। —- He has not given me the pen.

ফর্মুলা -৫৯. অতীতকাল বুঝালে ক্রিয়ার সঙ্গেনি’ (নাই) কথার ইংরেজি করার জন্য did not বসে।

আমি তোমাকে গতকাল দেখিনি। —- I did not see you.
রহমান মাঠে যায়নি। —- Rahman did not go to the field.

ফর্মুলা -৬০. বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে -ছিল (ইয়াছিল), ‘’ (ইল) ‘’ (ইত) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে।

সে দিনের বেলায় এসেছিলো। —- He came during the day.
সে আমাকে খুব ভালোবাসতো। —- She loved me very much.

ফর্মুলা -৬১.-ছিল’ (ইয়াছিল) ‘’ (ইল) ‘’ (ইত) যুক্ত ক্রিয়ার সঙ্গেকিপ্রশ্ন থাকলে তার ইংরেজি করার সময় প্রথমে Did বসে।

তুমি কি গল্পটি জানতে? —- Did you know the story?
রহিম কি সেখানে গিয়েছিল? —- Did Rahim go there?

ফর্মুলা -৬২. বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গেনি’ (নাই) ‘তা-না’ (ইত না) ‘-না’ (এল না) যুক্ত থাকলে তার ইংরেজি din not হয়।

আমরা শব্দটি শুনিনি। —- We did not hear the sound.
বালকটি নিয়মিত স্কুলে যেত না। —- They boy did not go to school regularly.

ফর্মুলা- ৬৩. /বে যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall/will ব্যবহার করতে হয়।

আমি পড়ব। —- I shall read.
তুমি খেলবে। —- You will play.

ফর্মুলা -৬৪. /বে যুক্ত ক্রিয়ার সঙ্গেকিপ্রশ্ন থাকলে ইংরেজি করার জন্য shall/will প্রথমে বসবে।

তুমি কি ঢাকা যাবে? —- Will you go to Dhaka?
সে কি সাঁতার কাটবে? —- Will he swim?

ফর্মুলা -৬৫. /বে যুক্ত ক্রিয়ার সঙ্গেনাকথা থাকলে তার ইংরেজি করার সময় shall not/will not বসবে।

আমি আজ স্কুলে যাব না। —- I shall not go to school today.
সে আজ খেলবে না। —- He will not play today.

ফর্মুলা -৬৬. /বে যুক্ত ক্রিয়ার অর্থজোড়ালোহলে shall/will-এর বদলে must বসবে।

আমি যাবই। —- I must go.
তুমি অবশ্যই আসবে। —- You must come.

ফর্মুলা -৬৭. বাংলায় ক্রিয়ার শেষে’, ‘বাধ্বনি থাকলে তার ইংরেজি করার জন্য শুধু verb বসে।

সে উপন্যাস পড়ে। —- He reads novel.
আমরা রাতে বিশ্রাম লই। —- We take rest at night.

ফর্মুলা -৬৮. কর্তা বহুবচন হলে এবং মূল ক্রিয়ার শেষেবাআয়ধ্বনি থাকলে ক্রিয়ার ইংরেজি করার জন্য শুধু simple verb ব্যবহার করা হয়।

পাখিরা আকাশে উড়ে। —- Birds fly in the sky.
এই ঘরে দুইজন লোক বাস করে। —- Two men live in this room.

ফর্মুলা -৬৯. কর্তা একবচন হলে এবং ক্রিয়ার শেষেবাআয়ধ্বনি থাকলে ক্রিয়ার ইংরেজি করার জন্য s/es যুক্ত verb ব্যবহার করতে হয়।

মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। —- Everybody hates a liar.
লোকটি শীতে কষ্ট পায়। —- The man suffers from cold.

ফর্মুলা ৭০’, ‘বাধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গেকিকথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে Do বসে।

তুমি কি আমায় ভালোবাস? - Do you love me?
তেমারা কি ইংরেজি শিখতে চাও? —- Do you want to learn English?

ফর্মুলা ৭১.বাআয়ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গেকিকথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে Do/Does বসে।

কুকুরটি কি তোমার বাড়ি পাহারা দেয়? - Does the dog guard your house?
লোকটি কি নিয়মিত অফিসে যায়? - Does the man go to office regularly?

ফর্মুলা -৭২.’, ‘বাধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গেনাকথা থাকলে তার ইংরেজি do not বসে।

আমি মিথ্যা বলি না। - I don not tell a lie.
আমি সেখানে যাই না। - I do not go there.

ফর্মুলা- ৭৩.বাআয়ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গেনাকথা থাকলে তার ইংরেজি করার সময় do not/does not বসে।

সে এখানে আসে না। - He does not come here.
তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না। - They do not obey the rules of health.
Note: কর্তা একবচন হলে does not এবং বহুবচন হলে do not ব্যবহার করতে হয়। Does not-এর পর verb-এর s/es সংঙ্গে যুক্ত হবে না।

ফর্মুলা -৭৪. বাক্যেহয়বাযায়কথা থাকলে তার ইংরেজি করার জন্য am/is/are এবং verb-এর past participle form হয়।

সুন্দরবনে বাঘ দেখা যায়। —- Tigers are seen in the Sundarbans.
পানি নানা কাজে ব্যবহার করা হয়। —- Water is used in various works.

ফর্মুলা -৭৫. ক্রিয়ার পরহয় কিথাকলে ইংরেজি করার সময় am/is/are প্রথমে বসে এবং verb-এর past participle form হয়।

তোমাদের ক্লাসে কি ইংরেজি পড়ানো হয়? —- Is English taught in your class? এই কামরাটি প্রত্যহ ধোয়া হয় কি? —- Is this room washed everyday?

ফর্মুলা -৭৬. বাংলা বাক্যে বিশেষণ (adjective – noun-এর দোষ, গুণ, অবস্থা) এর পরহয়কথা থাকলেহয়ক্রিয়ার ইংরেজি করার জন্য get/grow/become বসে।

বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়। —- The sky becomes clear after the rainfall. বৃদ্ধরা কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। —- Old men grow tired by hard work.

ফর্মুলা -৭৭.যদিবাযখনকথার পরহওয়া’ (হও, হই, হয়) ক্রিয়ার ইংরেজি am/is/are বসে।

তুমি যদি ভিক্ষুক হও, সবাই তোমাকে ঘৃণা করবে। —- If you are a beggar, everybody will hate you.
তুমি যদি অলস হও তবে ব্যর্থ হবে। —- If you are lazy, you will fail.

ফর্মুলা -৭৮. আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্যেহওয়াক্রিয়ার ইংরেজি be ব্যবহার করা হয়।

দয়া করে শান্ত হও। —- Please be quiet.
 নিষ্ঠুর হইওনা। —- Don’t be cruel.

ফর্মুলা -৭৯. দেখার সাহায্যে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলেদেখাচ্ছেকথার ইংরেজি look হবে।

তোমকে মোটা দেখাচ্ছে। —- You look fatty.
তাকে বিষণ্ন দেখাচ্ছে। —- He looks gloomy.

ফর্মুলা ৮০ অনুমানের সাহায্যেমনে হওয়াবুঝালে seem হবে।

তাকে চালাক মনে হচ্ছে। —- He seems clever.
তাকে ক্লান্ত বলে মনে হচ্ছে। —- He seems to be tired.


ফর্মুলা -৮১. অনুভূতির মাধ্যমেমনে হচ্ছেবুঝালে feel হবে।

ঘরটি গরম মনে হচ্ছে। —- The room feels warm.
বিছানাটা আরামদায়ক মনে হচ্ছে। —- The bed feels comfortable.

ফর্মুলা -৮২. কোন একটি বক্তব্যের পূর্বে বা পরেমনে হয়কথার ইংরেজি I think বসতে পারে।

আজ বৃষ্টি হবে বলে মনে হয়। —- I think it will rain today.
মনে হয় লোকটি বেঁচে নেই। —- I think the man is not alive.

ফর্মুলা -৮৩. ক্রিয়ার পর হয়েছে (হইয়াছে) বা -ছে কথা থাকলে তার ইংরেজি করার জন্য have been/has been বসে এবং verb-এর past participle হয়।

দরখাস্তটি জমা দেওয়া হয়েছে। —- The application has been submitted.
চিঠিটি পোস্ট করা হয়েছে। —- The letter has been posted.

ফর্মুলা-৮৪. অতীতকাল বুঝালে ক্রিয়ার পর হয়েছে (হইয়াছে) কথার ইংরেজি was/were বসে এবং verb-এর past participle হয়।

বাড়িটি জানুয়ারি মাসে নির্মাণ করা হয়েছে। —- This house was built in January. বইগুলো অনেকদিন আগে কেনা হয়েছে। —- The books were bought a long time ago.

ফর্মুলা -৮৫. বর্তমানকাল বুঝালে ক্রিয়ারহয়েছে কিকথার ইংরেজি করার সময় have/has বাক্যের প্রথমে বসে এবং verb-এর past participle হয়।

কামরাটি পরিষ্কার করা হয়েছে কি? —- Has the room been cleaned?
চিঠিগুলো পোস্ট অফিসে পাঠানো হয়েছে কি? —- Have the letters been sent to the post office?

ফর্মুলা-৮৬. অতীতকালে ক্রিয়ার পরহয়েছে কিকথার ইংরেজি করার সময় was/were বাক্যের প্রথমে বসে এবং verb-এর past participle হয়।

গতকাল বইগুলো কেনা হয়েছে কি? - Were the books bought yesterday?
গতকাল চোরটিকে ধরা হয়েছে কি? - Was the thief caught yesterday?

ফর্মুলা- ৮৭. বর্তমানকালে ক্রিয়ার পরহয়নি’ (হয় নাই) কথার ইংরেজি করার সময় has not been/have not been বসে এবং verb-এর past participle হয়।

তাকে বইটা দেয়া হয় নাই। —- He has not been given the book.
তাকে খবরটি দেয়া হয় নাই। —- He has not been given the news.

ফর্মুলা-৮৮. অতীতকালেহয়নি’ (হয় নাই) বুঝালে was not been/were not been বসে এবং verb-এর past participle হয়।

কাজগুলো গতকাল শেষ হয় নাই। —- The works were not been completed yesterday.
গরুটা গতকাল বিক্রি হয় নাই। —- The cow was not been sold yesterday.

ফর্মুলা -৮৯. বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পরহয়েছেকথার ইংরেজি have/has এবং সঙ্গে got/grown/become বসে।

লোকটি পাগল হয়েছে। —- The man has become mad.
সে আরও সুন্দরী হয়েছে। —- She has become more beautiful.

ফর্মুলা -৯০ কোন একটি অবস্থা অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত বুঝালেহয়েছেযুক্ত ক্রিয়ার ইংরেজি had been/have been হয়।
গত রোববার হতে আকাশ মেঘলা হয়েছে। - The sky has been cloudy since Sunday last.
সে অনেকদিন যাবত অসুস্থ হয়েছে। - He has been ill for a long time.


ফর্মুলা-৯১. বাংলা ক্রিয়ার পরহয়েছিল/হল/হত/যেতথাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.

ফর্মুলা -৯২. ক্রিয়ার পরহয়েছিল কি/হল কি/হত কি/যেত কিথাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।

তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?

ফর্মুলা-৯৩. ক্রিয়ার পরহয়নি/যায়নি/হল না/হত নাথাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।

বইটি পাওয়া যায় নি।- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না।- The people were not helped.

ফর্মুলা-৯৪. বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পরহলক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।

বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.

ফর্মুলা -৯৫. বাংলা বাক্যের ক্রিয়ার পরহচ্ছে/যাচ্ছেথাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।

তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.
ফর্মুলা-৯৬.আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়াইত্যাদি ক্রিয়ার পরহচ্ছে/যাচ্ছেথাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।

কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.

ফর্মুলা-৯৭. বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পরহচ্ছেথাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।

গাছটি লম্বা হচ্ছে। -- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। - He is getting sick.

ফর্মুলা -৯৮. বাংলা বাক্যে ক্রিযার পরহচ্ছিলথাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।

লোকটিকে উপহাস করা হচ্ছিল। - The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। - Sunjida was being sent to the post office.

ফর্মুলা ৯৯ বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পরহচ্ছিলথাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।

জায়গাটা আরো গরম হচ্ছিল। - The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। - The poor were getting poorer.

ফর্মুলা -১০০. ক্রিয়ার পরহব/হবেথাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।

বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.

ফর্মুলা -১০১. কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকিছু হবেবুঝালে তার ইংরেজি shall be/will be হয়।

আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.

ফর্মুলা-১০২. কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তকিছু হবেবুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।

স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the school yard. বছর বন্যা হবে না। —- There will be no flood in this year.

ফর্মুলা-১০৩ কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলেহবেক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।

নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful. যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.

ফর্মুলা -১০৪. কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলেহবেক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।

তুমি আসলে আমি খুশি হব। - I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। - You will be happy if you marry Farida.

ফর্মুলা -১০৫. ক্রিয়ার সঙ্গেতে হয়যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।

আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। - I have to buy a medicine everyday. জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক)- Does the fisherman have to catch fish?

ফর্মুলা ১০৬ ক্রিয়ার শেষেতে হল/তে হয়েছিলযুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।

আমাকে ঢাকা যেতে হয়েছিল। - I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.

ফর্মুলা -১০৭. কর্তা না থাকলেতে হয়েছিলযুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।

স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। -Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল। - A new house had to be bought.
প্রশ্নবোধক:  Had a new house to be bought?  
না-বোধক: A new house had not to be bought.

ফর্মুলা -১০৮. ক্রিয়ার পরেতে হবেযুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।

আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.

ফর্মুলা- ১০৯.  Subject (কর্তা) না থাকলেতে হবেযুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।

কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed. বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.

ফর্মুলা -১১০.তে হবেযুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।

তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.

ফর্মুলা -১১১. Subject (কর্তা) না থাকলেতে হবেক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।

সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.

ফর্মুলা -১১২. ক্রিয়ার শেষেতে থাকবেযুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।

আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.

ফর্মুলা -১১৩. ক্রিয়ার শেষে থাকব’ (য়া থাকবো) ‘ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।

তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.

ফর্মুলা -১১৪. বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গেতেথাকলে তার ইংরেজি to হবে।

সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.

ফর্মুলা -১১৫. Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।

I am afraid of working.
He is fond of playing cricket.

ফর্মুলা -১১৬. See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।

আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.

ফর্মুলা -১১৭. Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।

করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। - The girl went away dancing.

ফর্মুলা -১১৮. Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।

আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.

ফর্মুলা -১১৯. Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।

তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.

ফর্মুলা -১২০. Active form- ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form- ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।

He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour in every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)

ফর্মুলা -১২১. Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।

আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.

ফর্মুলা -১২২. বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।

আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.

ফর্মুলা-১২৩. কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবংহওয়াক্রিয়ার ইংরেজি become হয়।

অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.

ফর্মুলা -১২৪. কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবংহওয়াক্রিয়ার ইংরেজি become হবে।

জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy. তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.

ফর্মুলা-১২৫. দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলেযুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবংহওয়াক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।

তিনি খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.

No comments:

1000 VOCABULARY - ১০০০ শব্দ ভান্ডার

1000 VOCABULARY ১০০০ শব্দ ভান্ডার 1: Fortuitous - আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible - সহজপাঠ্য 4: Indelible - অমোচোন...