Sunday, April 8, 2018

What is Parts of Speech in English Grammar.



Parts of Speech
Parts of Speech কাকে বলে কত প্রকার কি কি ?
Parts of Speech বুঝতে পারার অর্থ হল Word এর Nature বা প্রকৃতি সম্বন্ধে সম্যক জ্ঞান।
Parts of Speech অর্থ বাক্যের অংশ। কাজেই, শুধু ‘water’ কোন Parts of Speech নয়। একটি বিচ্ছিন্ন Word মাএ। কারন, উহা কোন বাক্যের অংশ নয়। কিন্তু, ‘I water the plant’ বাক্যটিতে ‘Water’ শব্দটি Parts of Speech এবং Verb. কাজেই Sentence ব্যবহৃত শব্দ মাএই Parts of Speech.


Sentence
 ব্যবহৃত Word এর ভূমিকা বা Functioning অনুযায়ী সমস্ত Words কে শ্রেনীতে ভাগ করা যায়। অর্থাৎ, Words সমূহ বাক্যে রকমের ভূমিকা পালন করতে পারে। সুতরাংPart of Speech  প্রকার:

1.            Noun - বিশেষ্য

2.            Pronoun – সর্বনাম

3.            Adjective – বিশেষণ

4.            Verb - ক্রিয়া বা কাজ

5.            Adverb - ক্রিয়া-বিশেষণ

6.            Preposition - পদান্বয়ী অব্যয়

7.            Conjunction - অব্যয়
8.            Interjection - আবেগসূচক অব্যয়

1. Noun (বিশেষ্য) : যে word দ্বারা কোন ব্যক্তিস্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে Noun বলে।  যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bag  ইত্যাদি
Examples:
Sumon is a brilliant student. (
ব্যক্তির নাম)
Dhaka is the capital of Bangladesh. (
স্থানের নাম)
Gold is a valuable metal. (
বস্তুর নাম)

2. Pronoun (সর্বনাম) : যে Word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে।  Examples (উদাহরণ): He (সে,)You (তুমি), They (তারা),We (আমরা), Our (আমাদের), Us (আমাদেরকে), Mine (আমার), Ours (আমাদিগের), Your (তোমার), Yours (তোমাদের), His (তার, (ছেলে হলে)), Her (তার, মেয়ে হলে)), Hers (তাদের, মেয়ে হলে)), It (এটা), Its (এর), Them (তাদের, ছেলে হলে), Their (তাদের), Theirs (তাহাদেরই), This (এই), That (যে,), These (এইতি, এইজন), Who (কে), What (কি), Which (কোনটি) ইত্যাদি।
Examples:
Hasan is a good boy. (Noun)
He goes to school everyday. (Pronoun)
He is an intelligent boy. (Pronoun)
এখানে He শব্দটি Hasan  এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সুতরাং He শব্দটি Pronoun

3. Adjective (বিশেষণ) : যে Word কোন Noun বা Pronoun- এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে Adjective বলে।  Examples (উদাহরণ): Good, Bad, Nice, Ugly, brilliant, Intelligent, active, Honest, Industrious,  beautiful etc.
Examples:
Jahid is a bad boy. (
দোষ)
Runa is a good girl. (
গুণ)
He is ill. (
অবস্থা)
I have five pens. (
সংখ্যা)
He has much money. (
পরিমাণ)
She is a beautiful girl.
My Shirt is green.
You have three pens.
Belal is ill .

4. Verb (ক্রিয়া) : যে Word দ্বারা কোন কাজ করা বোঝায়, তাকে Verb বলে।  Examples (উদাহরণ): go, eat, dance, read, walk, fly, write, run, give, come, play, sing, swim, move, drink etc.
Examples:
We play cricket. (Verb)
He writes a letter. (Verb)
She gives me pen. (Verb)
He ran a race. (Verb )

5. Adverb (ক্রিয়া বিশেষণ) : Adverb একটি Part of speech যা একটি Verb, Adjective অথবা অন্য একটি Adverb কে বর্ণনা করে। এটি কখন? /কোথায়? / কিভাবে? / কি উপায়ে? / এবং কি পরিমাণে? এই প্রশ্নগুলোর উত্তর দেয়।
যেমন: Daily, Today, Yesterday, Tomorrow, Now, Then (তখন), Late, Soon, slowly, Well, Here, Already, Always, Never, Ever, Sometimes, Quite, After, Before, Ago etc.

# কিভাবে/কখন/কোথায় দ্বারা verb কে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাই তাই adverb.
[N.B: Adjective
এর সাথে ly যোগ করলে Adverb হয়। আবার Noun এর সাথে ly যোগ করলে Adjective হয়।]
Examples (উদাহরণ):
সে সুন্দরভাবে কুরআন তেলওয়াত করতে পারে।
He recites the holy Quran perfectly.
সর্তকতার সাথে কথা বল।
Carefully speak.
সে সর্বদা সত্য কথা বলে।
He always speaks the truth.
সে কি সবসময়/সর্বদা সত্য কথা বলে?
Does he always speak truth?
তুমি কখনো মিথ্যা বল না।
You never tell a lie.
তুমি কি কখনো মিথ্যা বল না?
Do you never tell a lie?
মাঝে মাঝে/কখনও-সখনও সে বাড়িতে যায়।
He sometimes goes at home.
তুমি কখনো মিথ্য বলইনা। (বল + + না জোর দিচ্ছে)
Never do you tell a lie.
আমরা কখনও যায় না।
We never go.
আমি সম্পূণরুপে সুস্থ।
I am quite well.
সে খুব খারপ।/সে পুরাপুরি খরাপ।
He is very bad.
Too much/much too
এর পরে noun বা particple বসে।
সে খুব বেশি ক্লান্ত।
He is too much tired.
আজ খুব বেশি/অনেক ঠান্ডা।
T
oday It is much too cold.
She is a very beautiful girl. (Adjective-কে বিশেষিত করে অর্থাৎ modify করে)
She walks very slowly. (Adverb-
কে বিশেষিত করে অর্থাৎ modify করে)
The girl speaks fluently in English.
এখানে “fluently” বর্ণনা করছে “the girl” কিভাবে English কথা বলছে তাই এটি একটি  adverb.
The tea is very hot.
এখানে “veryবর্ণনা করছে চা কতটা গরম তাই এটি একটি  adverb.
The boy is running so fast.
এখানে “so” বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে এবং “fast” বর্ণনা করছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে উভয়েই adverb, “so” modify করছে আরেকটি adverb “fast” কে এবং “fast” modify করছে একটি verb “run” কে

6. Preposition(পদান্বয়ী অব্যয়) : যে সকল শব্দ সাধারণত noun বা pronoun এর সামনে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যানো শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে preposition বলা হয়। যেমনat, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.
Examples:-
The book is on the table. (Preposition)
The man is under the tree. (Preposition)
The fish is in the pond. (Preposition)
The bird flew over my head. (Preposition)
The book is on the table.
We sat under the tree.
The car was coming towards.
She is living in this room.
I am going to the varsity.
He was looking at me.

7. Conjunction (সংযোজক অব্যয়) : যে Word sentence বিভিন্ন words, phrases, বা clauses যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে Conjunction বলা হয়। যেমন:
Hasan and Hossain are good boys. (দুটি word-কে যুক্ত করেছে)
Rupom is a boy but Runa is a a girl. (দুটি Sentence- কে যুক্ত করেছে)
Do the work or leave this place. (
দুটি Sentence – কে যুক্ত করেছে)
Listening to music and singing songs are my hobbies.
The postman is poor, but he never shirks his duty.
You must study regularly or/otherwise, you will not pass the exam.
Mr Jamal is poor but honest.
Rasel and Radi are two brothers.
Asma and Alima are two sisters.
I shall wait here until you come back.
Do or die.
Rana or Rony is guilty.

8. Interjection (আবেগসূচক অব্যয়) : যে Word মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয়, তাকে Interjection বলে। Interjection একটি ভিন্নধর্মী Part of Speech অন্যান্য Part of Speech এর মত বাক্যের  অন্যান্য Word বা অংশের সাথে Interjection এর প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। যেমন:Wow!, Hey!, Hurray!, Alas!, Yippee!, etc
 Alas! he is dead.
আবেগ বা Emotion হচ্ছে Sudden Change of Mind অর্থাৎ Interjection মনের কোন হঠাৎ পরিবর্তিত অবস্থাকে ব্যক্ত করে।  পরিবতিত অবস্থা আনন্দের বা দুঃখের, যে কোন ধরনের হতে পারে।
Examples:
Hurrah ! Today is holiday. (
কী মজা- Interjection)
Alas ! He is dead. (
হায়- Interjection)
Oh ! What a nice view. (
আহা- Interjection)
Bravo ! You have done well. (
সাবাস- Interjection)
Uh, I forget the answer. (Express hesitation)
Hurrah! We have won the match. (Express joy)
Wow! She is amazing. (Express surprise)

No comments:

1000 VOCABULARY - ১০০০ শব্দ ভান্ডার

1000 VOCABULARY ১০০০ শব্দ ভান্ডার 1: Fortuitous - আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible - সহজপাঠ্য 4: Indelible - অমোচোন...