Saturday, April 7, 2018

Use of To 'Be' Verb for PSC/JSC/SSC/HSC


‘Be’ Verb




‘Be’ Verb
Be Verb কাকে বলে ? Be Verb বলতে কি বুঝায় ?
Be Verb ( সাহায্যকারী ক্রিয়া ) : যে সকল Verb এর নিজের কোন অর্থ নেই এবং বিভিন্ন ধরনের Sentence গঠনে Principle Verb কে সাহায্য করে তাকে Be Verb বলে
Example:
1. Rasel is going to school.
2. Radi was reading a book.
3. They were playing.
এই তিনটি Sentence is, was, were যথাক্রমে going, reading playing এই Principle Verb গুলোকে অর্থ প্রকাশে সাহায্য করেছে তাই এগুলোকে Be Verb বলে
Note: Be Verb গুলো Principle Verb কে Sentence গঠনে সাহায্যকরে এজন্য Be Verb গুলোকে Helping Verb বা Auxiliary Verb ও বলা হয়।
Tense
অনযায়ী Be Verb এর বিভিন্ন রূপ
·                     Present Continuous Tense : [ am / is / are ]
·                     Present perfect Tense :  [ have / has ]
·                     Present perfect Continuous Tense :  [ have been / has been ]
·                     Past Continuous Tense : [ was / ware ] 
·                     Past Perfect Tense : [ had ]
·                     Past Perfect Continuous [ had been ]
·                     Future Indefinite Tense : [ shall / will ]
·                     Future Continuous Tense : [ shall be / will be ]
·                     Future perfect Tense : [ shall have / will have ]
·                     Future Perfect Continuous Tense : [ shall have been / will have been ]
Note 1 : Present Indefinite Tense "হয়" অর্থে am / is / are কে মূল Verb হিসেবে ব্যবহার করা হয় । এক্ষেত্রে Sentence গুলোতে কোন Principle Verb থাকে না
Example:
1.  I am a student.
2.  She is a girl.
3.  They are boys.
Note 2 : Past Indefinite Tense was / were কে মূল Verb হিসেবে ব্যবহার করা হয় ।এক্ষেত্রে Sentence গুলোতে কোন Principle Verb থাকে না
Example:
·   Kalam was ill yesterday.
·   They were happy.

Present Continuous Tense
বর্তমানে কোন কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Continuous Tense হয়।
Structure:  Subject + am / is / are +মূল verb+ing +object +Extension.
এক্ষেত্রে  মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী am, is, are এর যে কোন একটি বসে।
Example:
1.
আমি ভাত খাইতেছি - I am eating rice.
2.
মিনা স্কুলে যাইতেছে - Mina is going to school.
3.
বালকেরা মাঠে খেলিতেছে - The boys are playing in the field.
4.
আয়েশা বই পড়িতেছে - Ayesha  is reading a book.
5.
কামাল মাঠে কাজ করিতেছে - Kamal is working in the field.
6.
মাসুদ ঘূড়ি উড়াইতেছে - Masud is flying a kite.
7.
তানিয়া গান গাইতেছে - Tania is singing a song.
8.
ফাতেহা ভাত রান্না করিতেছে - Fateha is cooking rice.
9.
মা কোরআন পড়িতেছে - Mother is reading the (Holy) Quaran .
10.
শিশুটি ঘুমাইতেছে - The baby is sleeping.
11.
তামান্না মাছ কুটিতেছে - Tamanna is cutting a fish.
12.
মহিমা দৌড়াইতেছে - Mohima is running.
13.
করিম রহিম মাছ ধরিতেছে - Karim and Rahim are catching fish.
14.
তাহারা গল্প করিতেছে - They are gossiping.
15.
মেয়েগুলি কলেজে যাইতেছে - The girls are going to the college.
16. 
জিয়া সাহেব রাজুর সাথে কথা বলিতেছেন - Mr Zia is speaking with Razu.

Present Perfect Tense
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে Verb এর Present perfect Tense  হয়
Structure:  Subject + have / has + Verb এর past participle রূপ + object +Extension
এক্ষেত্রে Verb এর Past participle রূপ বসে এবং তার আগে Subject অনুযায়ী have, has এর যে কোন একটি বসবে
Example:
1.
আমি ভাত খেয়েছি - I have eaten rice.
2.
সে এইমাত্র ঢাকা থেকে এসেছে - He has came from Dhaka just now.
3.
রীনা একটি গান গেয়েছে - Rina has sung a song.
4.
তাহারা মাঠে ফুটবল খেলেছে - They have played football in the field.
5.
তানিয়া একটি ছবি এঁকেছে - Tania has drawn a picture.
6.
জিয়া সাহেব এসেছন - Mr Zia has come. 

Present Perfect continuous Tense
কোন কাজ পূর্বে একটি নিদিষ্ট সময় হইতে আরম্ব হইয়া এখনো চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Perfect continuous Tense হয়
Structure:  Subject + have been / has been +মূল verb + ing + since / for / from + object + Extension.
এক্ষেত্রে মূল verb এর সাথে ing বসে এবং তার আগে subject অনুযায়ী  have been, has been এর যে কোন একটি বসে
Example:
1.
তানিয়া সকাল থেকে পড়িতেছে - Tania has been reading since morning.
2.
রিনা দুই ঘন্টা যাবত পড়িতেছে - Rina has been reading for two hours.
3.
তাহারা আধা ঘন্টা যাবত খেলিতেছে - They have been playing for half an hour.
4.
আমি দুপুর থেকে মাছ ধরিতেছি - I have been catching fish since noon.
5.
মেয়েগুলি এক ঘন্টা যাবত সাঁতার কাটিতেছে - The girls have been swimming for an hour.
6.
বালিকাটি বিশ মিনিট যাবত গান গাইতছে - The girl has been singing for twenty minutes.
7.
আমি তিন বছর যাবত এই কলেজে পড়িতেছি I
   - I have been reading in this college for three years.
8.
মা এক ঘন্টা যাবত রান্না করিতেছেন - mother has been cooking for an hour.
9.
মনির তিন বছর যাবত এখানে বাস করিতেছে - Monir has been living here for three years.
10.
সে চার ঘন্টা যাবত কাজ করিতেছে - He has been working for four hours.

Past Continuous Tense
অতীতে কোন কাজ হইতেছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past continuous Tense হয়
Structure:   Subject + was / were + মূল Verb + ing + Object + Extension.
এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী was / were এর যে কোন একটি বসে
Example:
1.
আমি গতকাল সকালে পড়িতেছিলাম - I was reading yesterday morning.
2.
শাহিনূর গতকাল সন্ধায় একটি ছবি আঁকিতেছিল I
  - Shahinoor was drawing a picture yesterday evening.
3.
কোহিনূর গতকাল দুপুরে একটি মাছ কুটিতে (কাটিতে) ছিল I
   - Kohinoor was cutting a fish yesterday noon.
4.
তানিয়া গতকাল বিকালে গান গাইতে ছিল - Tania was singing a song yesterday afternoon.
5.
তাহারা গতকাল সন্ধায় গল্প করিতেছিল - They were gossiping yesterday evening.
6.
কাউছার গতকাল সন্ধায় ঘুমাইতেছিল - Kawsar was sleeping yesterday evening.
7.
রহিম করিম গতকাল সকালে কলেজে যাইতেছিল I
   - Rahim and Karim were going to College yesterday morning.
8.
ছেলেমেয়েরা গতকাল সন্ধায় গান শুনিতেছিল I
 - The children were listing to music yesterday evening.
9.
বাবা গতকাল রাত্রে টেলিভিশন দেখিতেছিল - Father was watching television yesterday night.
10.
রাহাত আজ সকাল দশটায় ছবি আঁকিতেছিল - Rahat was drawing a picture at 10 am today.

Past Perfect Tense
অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে একটি অথিকতর পরে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে যেটি অথিকতর আগে সংঘটিত হয়েছিল সেটির Past Perfect Tense হয় এবং যেটি অথিকতর পরেসংঘটিত হয়েছিল সেটির Past Indefinite Tense হয়
Structure: Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension.
এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং তার পূর্বে had বসে
Example:
1.
ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল - The patient had died before the doctor came.
2.
আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল I
  - The train had left before we reached the station.
3.
আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল I
  - The bell had rung before we reached the school.
4.
আমরা ক্লাশে ঢোকার পূর্বে শিক্ষক ক্লাশে ঢোকিল I
  - The teacher had entered the class before we entered the class.
5.
ডাক্তার আসিবার পর রোগী মারা গেল - The patient died after the doctor had come.
6.
আমরা স্কুলে পৌঁছার পর ঘন্টা বাজিল - The bell rang after we had reached the school.
7.
আমরা ক্লাশে ঢোকার পর শিক্ষক ক্লাশে ঢোকিল  I
   - The teacher entered the class after we had entered the class.
8.
আমি আসিবার পূর্বে সে চলে গেল - He had gone before I came.
9.
আমি আসিবার পর সে চলে গেল - He went after I had come.
10.
বাবা আসিবার পূর্বে মা ভাত রাঁধিল - Mother had cooked rice before father came.
বিশেষ দ্রষ্টব্য: এক্ষেত্রে দুইটি Sentence before অথবা after দ্বারা যুক্ত হয় ।মনে রাখতে হবে before এর আগে Past Perfect Tense হয় এবং after এর পর Past perfect Tense হয়



Past Perfect Continuous Tense
অতীতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতেছিল অথবা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত কাজটি চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past perfect Continuous Tense হয়
Structure:  Subject + had been + verb + ing + object + Extension.
এক্ষেত্রে verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে had been বসে
Example:
1.
গতকাল আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম - I had been reading for two hours yesterday.
2.
আজ সকালে দুই ঘন্টা যাবত বৃয্টি হইতেছিল - It had been raining for two hours this morning.
3.
গতকাল বিকালে তরুন তিন ঘন্টা যাবত কাজ করিতেছিল I
  - Tarun had been working for three hours yesterday afternoon.
4.
জেলেরা গতকাল দুই ঘন্টা যাবত মাছ ধরিতেছিল I
   - The fishermen had been catching fish for two hours yesterday.
5.
গতকাল রাত্রে তানিয়া এক ঘন্টা যাবত টেলিভিশন দেখিতেছিল I
   - Yesterday night, Tania had been watching television for an hour.
6.
যখন রহিম আসিল তখন আমি আমি পড়িতেছিলাম - I had been reading when Rahim came.
7.
বাবা যখন আসিল মা তখন রান্না করিতেছিল - Mother had been cooking when Father came.
8.
শিক্ষক যখন আসিল ছাত্ররা তখন খেলিতেছিল I
   - The students had been playing when the teacher came.
9.
দুলাভাই যখন আসিল আপা তখন গান গাইতেছিল I
   - My sister had been singing when my brother in law came.
10.
চাচা যখন আসিল তানিয়া তখন গান শুনিতেছিল I
   - Tania had been listening music when Uncle came.

Future Indefinite Tense
ভবিষ্যতে কোন কাজ হবে এরূপ বুঝালে Verb এর Future Indefinite Tense হয় I
Structure: Subject + shall be / will be + মূল Verb + ing + Object + Extension.
এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall be বা will be এর যে কোন একটি বসে
Structure:  Subject + Shall / Will + মূল Verb + Object + Extension .
এক্ষেত্রে Verb এর Present রূপ বসে এং তার পূর্বে Subject অনুযায়ী shall বা will এর যে কোন একটি বসে
Example:
1.
আমি ভাত খাব - I shall eat rice.
2.
সে স্কুলে যাবে - He/She will go to School.
3.
আমরা মাছ ধরব - We shall catch fish.
4.
তাহারা বাজারে যাবে - They will go to the Market.
5.
তানিয়া বই পড়বে - Tania will read a book.
6.
রহিম করিম ঘূড়ি উড়াবে - Rahim and Karim will fly a kite.
7.
ঝরিনা গান গাইবে - Zorina will sing a sung.
8.
লুবনা ছবি আঁকবে - Lubna will draw a picture.
9.
আমরা ঢাকা যাব - We shall  go to Dhaka.
10.
কালাম একটি ছাতা কিনিবে - Kalam will buy an umbrella. 

Future Continuous Tense
ভবিষ্যতে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Continuous Tense হয়
Structure: Subject + shall be / will be + মূল Verb + ing + Object + Extension .
এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall be বা will be এর যে কোন একটি বসে
Example:
1.
আজ সন্ধায় তাহারা গান শুনিতে থাকবে - They will be listening Music this evening.
2.
আজ বিকেলে আমি টেলিভিশন দেখিতে থাকব - I will be watching television this afternoon.
3. 
আগামীকাল সকালে মা রান্না করিতে থাকবে - Mother will be cooking tomorrow morning.
4.
আগামীকাল তাহারা নদীতে সাঁতার কাটিতে থাকবে I
   - They will be swimming in the river tomorrow.
5.
আগামীকাল আমি একটি ছবি আঁকিতে থাকব - I shall be drawing a picture tomorrow.
6.
রাজু স্কুলে যাইতে থাকবে - Raju will be going to School.
7.
তোমরা মাঠে খেলিতে থাকবে - You will be playing in the field.
8.
মেয়েরা গান গাইতে থাকবে - The girls will be singing a song.
9.
রহিম করিম  পড়িতে থাকবে - Rahim and Karim will be reading.
10.
মা রান্না করিতে থাকবে - Mother will be cooking.

Future Perfect Tense
ভবিষ্যতে একটি নিদিয্ট সময়ের মধ্যে কোন কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে Verb এর Future Perfect Tense হয় অথবা ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে একটি কাজ অধিকতর পরে সংঘটিত হবে এরূপ বুঝালে যে কাজটি  আগে সংঘটিত হবে সেটির  Future Perfect Tense হয় এবং অন্য কাজটি Present Indefinite Tense ব্যবহৃত হয়
Structure:  Sub + shall have / will have + Verb এর Past Participle রূপ + Object + Extension .
এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং Subject অনুযাযী Shall have বা will have এর যে কোন একটি বসে
Example:
1. 
সে সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করবে I
    - He will Have completed the work before the Sun sets.
2.
আমরা সকাল দশটার মধ্যে এখানে পৌঁছাব - We shall have arrived here by 10 am.
3.
বাবা আসিবার পূর্বে মা রান্না করিয়া থাকিবে - Mother will have cooked before Father comes. 

Future Perfect Continuous Tense :
ভবিষ্যতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে Verb এর Future Perfect Continuous Tense হয় অথবা ভবিষ্যতে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে সেইটির Future Perfect Continuous Tense হয় এবং অন্যটি Present Indefinite Tense ব্যবহৃত হয়
Structure:  Sub + shall have been / will have been + মূল verb + ing + Object +Extension. .এক্ষেত্রে মূল verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall have been বা will have been এর যে কোন একটি বসে
Example:
1.
সে দুই বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে I
   - He/She will have been reading in this College for two years.
2.
আলিমা আজ সন্ধায় দুই ঘন্টা যাবত পড়িতে থাকিবে
   - Alima will have been reading for two hours this evening.
3.
বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবে I
   - Mother will have been cooking before father comes.
4.
রনি ফিরে না আসা পর্যন্ত আমি পড়িতে থাকিব I
  - I shall have been reading until Ronny comes back.

No comments:

1000 VOCABULARY - ১০০০ শব্দ ভান্ডার

1000 VOCABULARY ১০০০ শব্দ ভান্ডার 1: Fortuitous - আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible - সহজপাঠ্য 4: Indelible - অমোচোন...