Monday, April 16, 2018

Preposition মনে রাখার ছড়া আকারে অতিসহজ কিছু কৌশল জেনে নিন:



 Preposition মনে রাখার ছড়া আকারে অতিসহজ কিছু কৌশল জেনে নিন:
 
দেশ ,নগর,শহর,
এদের আগে in বসিয়ে করবে বেশ বেশ।


সপ্তাহ, মাস,বছর,ঋতু,দশক,যুগ,শতাব্দী
এদের আগে in বসানো হয় আজ অব্দি।

 
প্রভাত,দুপুর,গোধূলি,রাত,
এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।

 
সময়ের আগে at বসে,দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,মাথা করবে ভনভন।

 
Festival-এ at,নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।

 
Person-এ by,পাশে বুঝাতেও by,(যানবাহনের আগে)কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।

 
ছোট হলে at,বড় হলে in, কখন হয় ?
এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

 
বাহির থেকে ভিতরে into ব্যবহার করোরে,
ভিতর থেকে বাহিরে হয় outof,
Preposition না বুঝলে মুড় থাকবে off।

 
লেগে(স্পর্শ করে) থাকলে on হয়,নইলে above,
Since,for বুঝ না,কেন নাও ভাব ?

 
শুরু থেকে বুঝাতে since হয়,নইলে for,
গতি বুঝাতে(উপর দিয়ে)over,নিচে হয় under,
Preposition আসলেই খুব মজার।

 
মাত্রা(স্তর)বুঝাতে below,
Preposition শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

 
On-এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to,
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through।(বাধা থাকলে)

 
এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,(বাধা না থাকলে)
Preposition শিখলে নেই কোনো Loss।
এর বুঝাতে of হয় ।


No comments:

1000 VOCABULARY - ১০০০ শব্দ ভান্ডার

1000 VOCABULARY ১০০০ শব্দ ভান্ডার 1: Fortuitous - আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible - সহজপাঠ্য 4: Indelible - অমোচোন...